ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে এ জবানবন্দি দেন। প্রথমবার কোনো সরকারি কর্মকর্তা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় জবানবন্দি দিলেন।

এর আগে আব্দুল্লাহ আল মামুন গণহত্যা মামলায় রাজসাক্ষী হতে পারেন বলে জানানো হয়েছিল। ৩০ অক্টোবর একটি প্রতিবেদনে বলা হয়েছিল। সেখানে তিনি পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। যা তার জবানবন্দিতে উঠে আসতে পারে। 

এদিকে ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন থানার ১৭ মামলায় তাকে ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়। এবার সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি দিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি