ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ট্রাম্প তার অভিষেক ভাষনে স্পষ্ট করেছেন প্রস্তাবিত নীতির বিভক্তি

প্রকাশিত : ১২:১০, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১০, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষনে স্পষ্ট করেছেন প্রস্তাবিত নীতির বিভক্তি। জাতীর স্বার্থকে সবচেয়ে বেশী প্রাধান্য দেয়ায় অভিবাসীরা সংকটে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া অর্থনৈতিক কৌশল শক্তিশালী হলেও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারনে ট্রাম্প রাজনৈতিক সংকটে পড়বেন বলেও মন্তব্য বিশ্লেষকদের। যুক্তরাস্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথা অনুযায়ি জাতির উদ্দেশ্যে অভিষেক ভাষণ দেন তিনি। সাড়ে ষোল মিনিটের ওই ভাষনে জাতির প্রত্যাশিত অনেক কিছুই বাদ পড়ার কথা উঠে এসেছে আন্তর্জাতিক গনমাধ্যমে। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে, পাশাপাশি ভাটা পড়েছে যুক্তরাজ্য সহ অনেক দেশের সঙ্গে সম্পর্কের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের রাজনৈতিক কৌশল নির্ধারণে কমপক্ষে ১ বছর সময় লাগবে। ট্রাম্পের ব্যবসায়ী নীতি বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এই বিশ্লেষক। আর সন্ত্রাসবাদ নির্মূল প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন বিশ্লেষকরা। যুদ্ধবিগ্রহের মানসিকতা বাদ দিলে ট্রাম্পের গৃহীত সিদ্ধান্ত বিশ্বরাজনীতিতে ইতিবাচক ভুমিকা রাখবে বলেও মত বিশ্লেষকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি