ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেছেন এক নারী

প্রকাশিত : ১২:০৩, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেছেন এক নারী। স্থানীয় সময় মঙ্গলবার লস  এঞ্জেলসে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান, অভিযোগকারী সামার জার্ভস। এসময় তার আইনজীবী গ্লোরিয়া অলরেড তার পাশে ছিলেন। দ্য এপ্রেনটিস নামে একটি রিয়েলিটি শোর প্রতিযোগী হিসেবে অংশ নেন সামার জার্ভস। সে সময় তার প্রতি আগ্রাসী এবং যৌন হয়রানিমূলক আচরণ করা হয় বলে দাবি করেন তিনি। আইনজীবী জানান, জার্ভস এই অভিযোগের আগে পলিগ্রাফি পরীক্ষা দেন। এবং ভাষ্য দেয়ার সময় লাই ডিটেকটর যন্ত্রে তাকে পরীক্ষা করা হয়। তিনি সেই পরীক্ষায় পাশ করেছেন। তার ভাষ্য সত্য। তবে ট্রাম্প স্বীকার করলে মামলা প্রত্যাহারের ঘোষণা দেন অভিযোগকারী। এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির আভিযোগ উঠেছিল।  তবে মামলা দায়েরের ঘটনা এই প্রথম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি