ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রথম বিদেশি নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এরইমধ্যে যুক্তরাষ্ট্র্যে পৌঁছেছেন থেরেসা মে। ফিলাডেলফিয়ায় রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেন। বলেন,  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রই পারে আবারও বিশ্বকে নেতৃত্ব দিতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দেন তিনি। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ব্রেক্সিট-পরবর্তী মুক্ত বাণিজ্য, মেক্সিকো, রাশিয়া, নিরাপত্তাসহ ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করবেন মে। বিশ্লেষকরা বলছেন, মে’র এই সফর কেবল মাত্র যুক্তরাজ্য নয় পশ্চিমা বিশ্বের অন্য দেশের জন্যও তাৎপর্যপূর্ণ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি