ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ঠাকুরগাঁও জেলায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। জেলা হাজী সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম আব্দুল্লা। সমাবেশে জেলার  ৫ শত নতুন ও পুরাতন হাজী সমবেত হন।
      
সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ইউনুস আলী, মোদাচ্ছের হোসেন, মো. আব্দুল লতিফ, মো. সাইফুর রহমান, মো. জাফরুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. রফিকুল আলম, আনিসুর রহমান, আবু হেনা, মো. জালালউদ্দিন, মোমিনুল হক, আমিনুল ইসলাম, মো. আব্দুল মতিন প্রমুখ। বক্তাগণ মক্কা ও মদিনায় সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘হাজীগণ হলেন সমাজের সম্মানীত ব্যক্তি। তাঁদের সমাজ গঠনে ভূমিকা রাখা উচিৎ।’অন্যান্য বছরের তুলনায় এবার হাজীগণ নির্বিঘ্নে হজ্জব্রত পালন করতে পেরেছেন বলেও তিনি মন্তব্য করেন।
এমএস/কেআই  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি