ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঠাকুরগাঁওয়ে ৪ গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ২৩ মে ২০২০

ঠাকুরগাঁও জেলায় শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন আরও ৪ জন করোনয় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

তাঁদের মধ্যে পীরগঞ্জে ২ জন। একজন কোষারাণীগঞ্জের অন্যজন চন্ডিপুর গ্রামে। একজন পুরুষ একজন নারী। রাণীশংকৈলের মনিষগাঁও গ্রামের ১ জন নারী এবং হরিপুরের আমবাড়ি গ্রামের ১ জন পুরুষ। সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর আগে মঙ্গলবার ৪ জন, বুধবার ৩ জন ও বৃহস্পতিবার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও জেলা থেকে শুক্রবার আরো ১৫ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১২২৯ জনের নমুনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ১০৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। মৃত্যূ নেই এবং ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এমবি//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি