ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৩০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ড. ইউনূসের মামলায় উদ্বেগ প্রকাশ করে ১২৫ নোবেল বিজয়ীসহ ২৪২ বিশ্বব্যক্তিত্ব বিচার পর্যবেক্ষণে আসার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তারা একথা জানান। 

যারা বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

তিনি বলেন, এখানে নোবেলজয়ীর বিচার হচ্ছে না, এখানে মানি লন্ডারিংয়ের বিচার হচ্ছে। 

আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, যারা বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানাই। তবে আমি বলবো, সঙ্গে লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসুন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এই আইনজীবী।

চিঠিতে ড. ইউনূসের বিচার স্থগিতের আহ্বান বাংলাদেশে বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেন খুরশীদ আলম খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি