ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

‘ড. কামাল পুরনো পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৮

সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল পুরনো পাকিস্তানি ভাষার ব্যবহার করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল পুরোনো পাকিস্তানি শব্দ ব্যবহার করেছেন। তিনি যে দম্ভোক্তি করেছেন তাতেই প্রমাণ করছেন তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা।’
ফেনী থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে শনিবার দাগনভূঁঞায় সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের আরো বলেন, ‘তিনি (ড. কামাল) মুখে নীতি কথা বললেও আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। বয়স কমে গেলে শরীরের শক্তি কমে যায়, মুখের জোর বেড়ে যায় আর সে কারণেই ড. কামাল এমনটা করেছেন।’
তিনি বলেন, ‘সারা দেশে নৌকার জোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া বাসচালকের মতো হয়ে পড়েছেন।’
নির্বাচনী সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিএনপিই দায়ী। মির্জা ফখরুল বা বিএনপির সঙ্গে শতকরা ১০ জন লোকও নেই।’
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি