ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ড. কামালের সংবাদ সম্মেলন বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করবেন আজ শনিবার বিকেলে। শুক্রবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সমসাময়িক বিভিন্ন বিষয় ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গ্রেফতার ও মামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

এছাড়া আগামী সোমবার ঐক্যফ্রন্টের জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি