ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ডা. জাফরুল্লাহর শ্বাসকষ্ট বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২১, ১ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট বেড়েছে। রোববার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান। এদিকে তার স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ। আমাদের কিটে টেস্ট করা হয়েছিল। তাতে তারা পজিটিভ এসেছিল। আজকে (রোববার) বিএসএমএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পিসিআর কিটের ফলাফল দিয়েছে, তাতেও তাদের করোনা পজিটিভ এসেছে। আমার জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে।’

এর আগে গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, করোনা ভাইরাসে দেশে আগের সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ৪০ জনের প্রাণহানি হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি