ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালন করে থাকে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ৬টায় বনানীস্থ কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। 

ইব্রাহিম মেডিকেল কলেজ, বারডেম নার্সিং কলেজ ও বারডেম ব্লাড ব্যাংকের সমন্বয়ে বারডেম হাসপাতালের ৩য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দুপুরে বারডেম অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। স্মরণসভায় প্রবন্ধ পাঠ করবেন বারডেম ল্যাবরেটরি সায়েন্স বিভাগের পরিচালক অধ্যাপক এম শওকত হাসান।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করবেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল, ন্যাশনাল ইসস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। এতে সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া বাদ যোহর বারডেম মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। 

দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। 

৭ সেপ্টেম্বর সকাল ১১টায় বারডেম মিলনায়তনে বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি