ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ডাক্তারদের আরও আন্তরিক হতে হবে : ইকবাল সোবহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রোগীর সঠিক সেবা নিশ্চিত করতে ডাক্তারদের আরও আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ডাক্তার ও রোগীর মধ্যে যোগাযোগ বাড়ানোর মধ্যে দিয়ে গভীর সম্পর্ক স্থাপনের বিষয়েও জোর দেন তিনি।

আজ রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে ‘রোগীর স্বার্থ ও চিকিৎসকের নিরাপত্তা’ শীর্ষক আন্তর্জাতিক এক সেমিনারে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আমদের দেশে জনসংখ্যার তুলনায় ডাক্তার অপ্রতুল। যে কারণে ডাক্তারদের ওপর অনেক চাপ পড়ে। যে কারণে অনেক ডাক্তার আছেন যারা রোগীকে সময় দিতে চান না। আমি তাদের বলতে চাই সঠিক সেবা নিশ্চিত করুন।

তথ্য উপদেষ্টা বলেন, রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে মিডিয়া ও ডাক্তার মিলে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারকে ডাক্তারের সঠিক সস্মানী নিশ্চিত করতে হব, তাদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক শহিদুল্লাহ, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি