ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘ডিএনসিসির ফুটপাত ও সড়কে যা পাওয়া যাবে তার নিলাম হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:২২, ৪ সেপ্টেম্বর ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগরীর ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে। মেয়র শুক্রবার এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।

ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমান আদালত ও নিলাম কার্যক্রম শুরু হবে। মেয়র বলেন, ‘সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না। মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে এসব কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। এছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। (বাসস)

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি