ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ডিসকাউন্টে খাবারের সঙ্গে দিতে হলো টাকাও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হেলেন সেলফের বয়স যখন ১০০ হয় তখন তিনি হার্লে ডেভিডসন বাইকে চড়ে বেড়াতে গিয়েছিলেন। তার বয়স যখন ১০৮ হয় তখন তাকে যুক্তরাষ্ট্রের মন্টানার সবচেয়ে দীর্ঘজীবী দু’জনের একজন হিসেবে ঘোষণা করা হয়েছিল। কয়েক সপ্তাহ আগে হেলেনের যখন ১০৯ বছরে পা দেন তখন জন্মদিন উপলক্ষে হেলেনকে খাবারের দামে অসাধারণ এক ডিসকাউন্ট দেয় একটি রেস্তোরা।

প্রতি বছর বয়সের জন্য খাবারের দামে ১% ডিসকাউন্ট উপলক্ষে হেলেনকে ১০৯% ডিসকাউন্ট দেয় রেস্তোরাঁটি। ফলে খাবারের দাম তো তারা নেয়ইনি, বরং হেলেনকেই উল্টো খাবারের দামের ৯% টাকা দিয়েছে রেস্তোরাঁটি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি