ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

প্রকাশিত : ১৬:০২, ২৭ জুন ২০১৯ | আপডেট: ১৬:০৪, ২৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটনিং জেনারেল মাহবুবে আলম। একইসঙ্গে তিনি জানান, এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন কয়েকজন।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের সবাইকেই পদত্যাগ করতে বলা হয়েছে। তবে এর সংখ্যা কত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এরই মধ্যে কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি