ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ড্রাগনের কঙ্কালের সন্ধান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১৯ অক্টোবর ২০১৭

চীনের রূপকথা অনুযায়ী, ড্রাগনের আছে বড় বড় ডানা। উড়তে পারে। প্রতিপক্ষকে বাগে আনতে মুখ থেকে আগুনও বের করতে পারে। রূপকথার ড্রাগন নামের এই অদ্ভূত প্রাণীটি চীনের মঙ্গল-অমঙ্গলের নানা প্রচলিত বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

কিন্তু সম্প্র্রতি একটি ভিডিও সামনে এসেছে যার মাধ্যমে অনেকে দাবি করতে শুরু করেছেন, ড্রাগন শুধু তাদের রূপকথার অঙ্গ বা নিছক কল্পনা নয়, বাস্তবেও ছিল এই প্রাণীটি।

সম্প্র্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, উত্তর চীনের ঝ্যাংজিয়াকৌ শহরে খোঁজ মিলেছে প্রায় ৬০ ফুট লম্বা একটি কঙ্কালের।
এই কঙ্কালের আকৃতি এবং বৈশিষ্ট্য দেখে স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনো ড্রাগনেরই কঙ্কাল।

তাদের মতে, উদ্ধার হওয়া এই কঙ্কালটিই প্রমাণ দিচ্ছে, পৃথিবীতে সত্যিই ড্রাগনের অস্তিত্ব ছিল।
সূত্র : ডয়েচে ভেলে।
/ এ /আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি