ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ড্রয়ের দিকে এগাচ্ছে টেস্ট

প্রকাশিত : ১৪:০০, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:০০, ১৫ জানুয়ারি ২০১৭

ড্রয়ের দিকে এগাচ্ছে ওয়েলিংটন টেস্ট । নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লিড এখন ১২২ রানের । দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩ উইকেটে ৬৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে মমিনুল হক অপরাজিত আছেন ১০ রানে। এর আগে প্রথম ইনিংসে ৫৩৯ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন টম লাথাম ও হেনরি নিকোলস। কিউইদের প্রতিরোধ ভাঙ্গেন সাকিব। হেনরি নিকোলস ৫৩ রান করার পর সাকিবের শিকারে পরিনত হন। কিন্ত অন্যপ্রান্তে সাবলিল ছিল লাথামের ব্যাট। বাংলাদেশের পেইস আর স্পিন অ্যাটাক দারুন দক্ষতায় মোকাবেলা করছিলেন লাথাম। মাঝে গ্রান্ডহোমকে ১৪ রানে আউট করে টেস্টে প্রথম উইকেটের দেখা পান অভিষিক্ত শুভাশিষ রায়। এরপর আবারো সাকিবের আঘাত। টম লাথামকে ১৭৭ রানে আউট করে বড় ব্রেক থ্রু এনে দেন এই টেস্টে দ্বিশতক হাঁকানো সাকিব। মাঝে স্যান্টনারকে সাথে নিয়ে স্কোর সুসংহত করছিলেন ওয়েটলিং। তবে, জোড়া আঘাত মাহমুদুল্লাহর। ওয়েটলিংকে ৪৯ রানে এবং সাউদিকে ১ রানে ফেরালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে, লড়াই চালিয়ে যান স্যান্টনার। স্যান্টনারকে শুভাশিষ ৭৩ রানে থামালে ৫৬ রানের লিড পায় মুশফিক বাহিনী। বাংলাদেশের পক্ষে রাব্বি ৩টি, সাকিব, রিয়াদ ও শুভাশিষ নিয়েছেন ২টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসেও উড়ন্ত সূচনা বাংলাদেশের। তবে, ব্যাক্তিগত ২৪ রানে দ্রুত রান নিতে গিয়ে আঘাত পেয়ে ইমরুল কায়েস মাঠের বাইওে চলে গেলে দ্রুত আরো দুই উইকেট হারায় বাংলাদেশ । ২৫ রানে তামিম আর ৫ রান করে মাহমুদুল্লাহ আউট হলে নাইট ওয়াচ ম্যান হিসেবে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ । কিন্তুু তিনিও ১ রানে রান আউট হন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি