ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৪৯ রানে হেরেছে কলাবাগান ক্রিকেট একাডেমীক

প্রকাশিত : ১৮:১৬, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৮:১৬, ২৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রিকেট একাডেমীকে বৃষ্টি আইনে ৪৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর ক্লাব। মিরপুরে প্রাইম ব্যাংক ও মোহামেডানর মধ্যে এবং বিকেএসপিতে আবাহনী গাজী গ্রুপের মধ্যে ম্যাচ বৃষ্টির কারনে স্থগিত হয়েছে। দুইটি ম্যাচের বাকী খেলা বুধবার একই ভেন্যুতে  অনুষ্ঠিত হবে। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বৃষ্টি বিঘিœত ম্যাচে জয়ের জন্য ২১ ওভারে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে কলাবাগান। তবে, লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ৯৮ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস। এতে বৃষ্টি আইনে ৪৯ রানে জয় পায় প্রাইম দোলেশ্বর। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন ইমতিয়াজ। এছাড়া ৬৬ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে। মিরপুরে মোহামেডানের বিপক্ষে জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪১ রান করার পর বৃষ্টির কারনে থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২২৪ রানে তোলে মোহামেডান। এদিকে, সাভারে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন রজত ভাটিয়া। এছাড়া ৫৫ রান করেন তামিম ইকবাল। বৃষ্টির কারনে ব্যাটিং করতে পারেনি গাজী গ্রুপ। বুধবার যেই অবস্থায় খেলা বন্ধ হয়েছে সেখান থেকে শুরু হবে ম্যাচ ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি