ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সাথে

প্রকাশিত : ১৬:১১, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১১, ৩ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। ৯৫ বয়সী সর্বোচ্চ এই বিদ্যাপীঠে গত ৭ বছরে চালু হয়েছে ১৫টি বিভাগ আর ২টি ইনস্টিটিউট। জ্যেষ্ঠ শিক্ষকরা বলছেন, নতুন বিভাগগুলোতে শিক্ষক নিয়োগে যোগ্যতার প্রশ্নে যেন কোন ছাড় না দেয়া হয়। একই সাথে নতুনদের জন্য প্রশিক্ষণের তাগিদও দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির পরিমান ৬শ থেকে কমে এখন ২৮০ একর। এই অবস্থায় একাধিক  নতুন বিভাগ যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীর আবাসন পরিকল্পনা কিহবে? যদিও শিক্ষকরা বলছেন নতুন বিভাগগুলো সময়ের দাবী । নতুন বিভাগের জন্য শিক্ষক নিয়োগে যাতে কোন প্রভাব কাজ না করে সেদিকটা কঠোরভাবে নিশ্চিত করার তাগিদ প্রবীন শিক্ষকদের। তারা বলছেন, পাঠদানের মান নিশ্চিত করাটাও জরুরী । তবে বিশ্ববিদ্যালয়ের ফলাফল সিজিপিএ নির্ভর হওয়ায় মেধাতালিকার পার্থক্য থাকে কম। এর জন্য যোগ্য ব্যক্তিটিকে বাছাই করা অনেটাই চ্যালেঞ্জিং বলেই মনে করেন উপাচার্য তবে সব পরিকল্পনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি