ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ঢাকা মেডিকেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সিন্ডিকেট (ভিডিও)

আহম্মদ বাবু

প্রকাশিত : ১২:৫৯, ১১ জানুয়ারি ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যে সিন্ডিকেট চলছে খোদ প্যাথলজি বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানের নেতৃত্বে। তবে ব্যক্তিগত দুর্নীতির দায়ভার কর্তৃপক্ষ নেবে না উল্লেখ করে ডিএমসি পরিচালক বলছেন, নিয়মের ব্যতয় করে কেউ অর্থনৈতিক সুবিধা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের সামনে। টেস্ট করানোর জন্য ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়ার কথা থাকলেও এখানে হচ্ছে সম্পূর্ণ উল্টোটা।  

আর এই চক্রের সঙ্গে প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট থেকে শুরু করে খোদ বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানও জড়িত।

হাসপাতালের স্টাফ না হয়েও রোগীর রক্ত নেয়া এবং আয়া-ঝাড়ুদারদেরও রোগীদের সেবা দিতে দেখা যাচ্ছে এখানে। বিনিময়ে নিচ্ছে তারা অর্থনৈতিক সুবিধা।

ল্যাবে ফ্রি অথবা যে কোন টেস্ট করতে হলে ব্যাংকে জমা দিয়ে বারকোড বাধ্যতামূলক হলেও সেটা ছাড়াই নিয়মিত টেস্ট হচ্ছে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে।

চক্রের সদস্যরা সারাদিন অবৈধ উপায়ে রোগীদের ফ্রি টেস্টে করে, দিন শেষে ডাক্তার আজিজ আহমেদ খানকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে। আবার অনেকেই নগদ লেনদেন করেন।

এই চক্রের বিরুদ্ধে কথা বললে টেকনোলজিস্ট থেকে শুরু করে সবাইকে হয়রানি শিকার হতে হয় বলে জানান স্টাফরা। 

এ বিষয়ে ডাক্তার আজিজ আহমেদ খানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেও কেটে দেন। পরে একাধিকবার খুদে বার্তা ও ফোন দিলেও মেলেনি উত্তর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, প্রমাণ পেলে অবশ্যই সবাইকে শাস্তি পেতে হবে।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান নেবেনা। কেউ অপরাধ করে থাকলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এখানে জিরো টলারেন্স, শুধু অভিযোগটা করুন। বাকি ব্যবস্থা আমরা নিবো।”

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি