ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ঢাকাস্থ ইসলামপুর সমিতির সভাপতি ড. সাইফুল্লাহ, সম্পাদক মামুনুর রশীদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ১০ মে ২০২৫ | আপডেট: ২১:১২, ১০ মে ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. সাইফুল্লাহ বিন আনোয়ার। সাধারণ সম্পাদক হয়েছেন কিষান ফার্মাভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশীদ মামুন।

শনিবার (১০ মে) বিকাল ৪টায় রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচার মেলা অডিটরিয়ামে নতুন কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভাকে উপলক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আবদুল হালিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মো: মনজুরুল আহসান খান,  ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী প্রমুখ। 

আমন্ত্রিত অতিথিরা ইসলামপুর উপজেলা সমিতি ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানের এক পর্যায়ে নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৩৫ জনের উপদেষ্টা পরিষদ, ১২ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক ও ৩১ জন সম্পাদকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 

এবার সার্চ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মেজর জেনারেল (অবঃ) আবু নাছের মোঃ ইলিয়াস। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শাজাহান। তার সাথে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: মোখলেছুর রহমান। 

কমিটি ঘোষণার পর আমন্ত্রিত অতিথিদের সামনে নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। 

নতুন কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. সাইফুল্লাহ বিন আনোয়ার বলেন, ‘ঢাকায় আমরা যারা ইসলামপুরের বাসিন্দা, তারা নিজেরা মিলে মিশে থাকার জন্যই কাজ করছি। তাছাড়া ইসলামপুরের উন্নয়নে সহযোগী ভুমিকা রাখার জন্য আমরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ইসলামপুরবাসীর সহযোগিতা চাই।’

সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন বলেন, ‘আমরা ইসলামপুরের সবাই ঢাকায় নিজেদের মধ্যে আরও দৃঢ় ঐক্য গড়ে তুলতে চাই। আমরা পরস্পরের সুখে-দুঃখে পাশে থাকব। ইসলামপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এক সাথে কাজ করব।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি