ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাকায় মঞ্চ মাতালেন আতিফ আসলাম

প্রকাশিত : ১০:০৮, ৩০ মে ২০১৬ | আপডেট: ১০:০৮, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকায় মঞ্চ মাতালেন বলিউড পপ স্টার আতিফ আসলাম; সুর-ছন্দের তালে মাতোয়ারা শ্রোতা-দর্শক এলেন, গাইলেন, মাতালেন। উপমহাদেশের জনপ্রিয় পপ শিল্পী আতিফ আসলাম সুর-ঝঙ্কার তুলে গেলেন ঢাকার মঞ্চে। অপূর্ব সঙ্গীত সন্ধ্যায় ছুঁয়ে গেলেন শ্রোতা-দর্শকের মন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ছিলো এই আয়োজন। আতিফ ছাড়াও এতে গান গেয়েছেন ভারতের আরো তিন শিল্পী। আরো জানাচ্ছেন, ফারজানা শ্রাবন্ত। পাঞ্জাব, করাচি থেকে মুম্বাই। এবার ঢাকা। উপমহাদেশের পপ ঘরানার গান যারা শুনে থাকেন, তারা আতিফ আসলামকে চেনেন না, হতেই পারে না। যেমন ছায়াছবির প্লেব্যাকে, তেমনি মঞ্চ মাতাতে। কখনো খালি গলায় সুর ধরলেও, মূর্ছনা হলসুদ্ধ সবাইকে আবিষ্ট করে রাখে। আর যন্ত্রীদের নিয়ে যখন এমনভাবে নিজেকে মেলে ধরলেন তখন মন্ত্র মুগ্ধ না হয়ে উপায় আছে ? প্রথম অ্যালবাম ‘জাল পরি’ ছাড়াও সঙ্গীত প্রিয়দের মাত করেন, ভিগি ইয়াদিন, মাহি ভে’র মতো অ্যালবামের বেশকিছু জনপ্রিয় গান দিয়ে। অ্যালবামের বাইরেও নিজের গাওয়া হিন্দি প্লেব্যাকের কিছু জনপ্রিয় গান ছিলো এ রাতে। ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’ শিরোনামে কনসার্টের পুরোমাত্রা যোগ হয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাস ও আমব্রিনের অনন্যতায়। এখানে অন্যদের মাঝে গেয়েছেন ভারতের আকৃতি কাক্কর, মমতা শর্মা ও সাব্বির খান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি