ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢামেক থেকে বাচ্চা চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে এক ব্যক্তি

প্রকাশিত : ১৪:৩৭, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাচ্চা চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে শাহবাজ উদ্দিন নামে এক ব্যক্তি। ওয়ার্ড বয় এবং নার্সের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। এর আগেও শাহবাজ বিভিন্ন হাসপাতাল থেকে কয়েকটি বাচ্চা চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ’ ঘটনায় বাচ্চার মা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি কেরাণীগঞ্জের আকলিমার স্বামী। আট মাসের শিশু সন্তান খাদিজাকে নার্সের কাছে রেখে ওয়ার্ডের বাইরে গেলে তাকে চুরি করে পালানোর চেষ্টা করে শাহবাজ উদ্দিন। তাকে আটকের পর পুলিশকে খবর দেয় হাসপতাল কর্তৃপক্ষ। মানিকগঞ্জের রিক্সাচালক শাহবাজ এর আগেও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল থেকে আরো বাচ্চা চুরি করেছে বলে স্বীকারোক্তি করেছে। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা করেছে শিশুটির মা। বাচ্চা চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি