ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ঢামেকে চিকিৎসাসেবা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৩১ অক্টোবর ২০১৭

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববার তুলকালাম কাণ্ড ঘটেছে। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ চিকিৎসকরা।

এর অংশ হিসেবে আজ সকালেই হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এসে গেটে তালা মারা দেখতে পান।

এর আগে রোববার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের ওপর রোগীর স্বজনরা হামলা চালায়। এরপর চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগ তিন ঘণ্টার জন্য বন্ধ করে দেয়। তবে বিচারের আশ্বাসে বিকাল ৫টায় আবার চিকিৎসাসেবা চালু হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত বরার দাবিতে এ আন্দোলনের ডাক দিয়েছেন চিকিৎসকরা।

তবে জরুরি বিভাগে অল্প পরিসরে চিকিৎসাসেবা চলমান আছে বলে জানান কর্তৃপক্ষ।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি