ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঢিলেঢালা অফিস পাড়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ১৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.


ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি একেবারেই কম। নিজেদের মধ্যে কুশল বিনিময়েই কেটেছে অনেকটাসময়। সচিবালয়ে প্রথমদিন অফিস করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়কই ছিলো। তবে উত্তরবঙ্গের যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। 
ঈদুল আজহার ছুটির পর প্রথম অফিসে ধীরে সুস্থেই সচিবালয়ে এসেছেন মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা। তবে উপস্থিতি বেশ কম।
নিজের কার্যালয়ে আসেন সড়ক পরিবহন ও সেতূমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এবারের ঈদযাত্রা নিয়ে।
অফিস করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানান, স্বস্তির ঈদযাত্রায় খারাপ আবহাওয়ার কারণেই কিছুক্ষণের জন্য ফেরি বন্ধ রাখা হয়েছিলো।  
প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংক পাড়ায়ও উপস্থিতি ছিলো বেশ কম।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি