ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তাবিথের পর এবার ইশরাকের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৩ মার্চ ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন  ওই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করা বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

ইশরাকের মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে।

ইশরাকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য মামলা করেছি।

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হয়। সেদিন ডিএনসিসি ও ডিএসসিসিতে মেয়র পদে জয়লাভ করেন নৌকার দুই প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এরআগে গতকাল সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যের দাবি তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন বিএনপির আরেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি