ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

তারেক রহমানকে খালাস দিয়ে দেয়া রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের রায় বৃহস্পতিবার

প্রকাশিত : ১২:১৭, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১২:১৭, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

অর্থ পাচার মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে দেয়া রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের রায় বৃহস্পতিবার। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবে। নিম্ন আদালতে তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল এবং দন্ডাদেশের বিরুদ্ধে মামুনের করা আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ জুন এই বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুদক। বিচার শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দেন। বর্তমানে তারেক রহমান পলাতক আছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি