ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ১৩, আহত ১২

প্রকাশিত : ১৪:২২, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২২, ১১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্কের দিয়াবাকির শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। স্থানীয় সময় বুধবার টাইগ্রিস নদীর ওপরে একটি সেতুতে পুলিশ চেক পয়েন্টে এ হামলা হয়। তুর্কি সরকারের দাবি, বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি-পিকেকে এ হামলা চালিয়েছে। এদিকে ইরাক সীমান্তের কাছে অপর এক হামলায় নিহত হয়েছে ৪ সেনা সদস্য। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে গেল এক বছরে দেশটিতে কয়েকশ’ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এছাড়া সরকারি বাহিনীর কমপক্ষে ৬শ’ ও পিকেকে’র হাজারেরও বেশি সদস্য নিহত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি