ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন পেলেন যে নেত্রীরা
প্রকাশিত : ২২:০৮, ৩ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী দিয়েছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ১২ আসনে ১০ নারীর নাম রয়েছে।
তাদের মধ্যে কেবল বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। খালেদা জিয়ার পৈত্রিক আদি নিবাস ফেনীতে। আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈত্রিক বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনো এখান থেকে প্রার্থী হননি।
এর বাইরে ঢাকা-১৪ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ছিলেন।
মানিকগঞ্জ-৩ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন আফরোজা খানম রিতা । তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।
সিলেট-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তাহসিনা রুশদীর লুনা। তিনি এ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলীর স্ত্রী।
ফরিদপুর-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন শামা ওবায়েদ। তিনি দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ফরিদপুর-৩ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক, এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক।
এছাড়াও ঝালকাঠি-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, নাটোর-১আসনে ফারজানা শারমিন পুতুল, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন প্রিয়াংকা, যশোর-২ আসনে সাবিরা সুলতানা মুন্নী মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি। তাতে ধানের শীষের হয়ে লড়েছিলেন ১৪ নেত্রী। জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল ও জোট। আর নোট অব ডিসেন্ট দিয়েছে তিনটি দল ও জোট।
এমআর//
আরও পড়ুন










