ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

থমকে আছে রংপুরে ৬ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার বিচার

লিয়াকত আলী বাদল, রংপুর থেকে

প্রকাশিত : ১০:৩১, ১৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

দশ বছরেও শেষ হয়নি রংপুরের মিঠাপুকুরে পেট্রোল বোমা মেরে শিশুসহ ছয় বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার বিচার। ২০১৪ সালের ১০ জানুয়ারি ওই বোমা হামলায় দগ্ধ হন আরও ২৫ জন। 

২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রতিহতের নামে অবরোধ ডেকে সারাদেশে নৈরাজ্য চালায় বিএনপি-জামায়াত জোট।

মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুরে খলিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। ভেতরে থাকা শিশুসহ ছয়জন পুড়ে মারা যান। দগ্ধ হন আরও ২৫ জন। যাদের অনেকেই পঙ্গুত্ব নিয়ে দু:সহ জীবন কাটাচ্ছেন।

এ ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে হওয়া মামলাটিতে ১৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ৬০ সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য শেষ হলেও আসামিপক্ষের রিভিশন মামলায় হাইকোর্টের স্থগিতাদেশে থমকে আছে বিচারিক কার্যক্রম।

রংপুর মানবাধিকার কর্মী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, “এই মামলার কার্যক্রম দ্রুত শুরু হওয়া উচিত। হাইকোর্ট ডিভিশনের কার্যক্রম শেষ হলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।”

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে উদ্যোগী হয়ে মামলাটির নিষ্পত্তির আহ্বান রাষ্ট্রপক্ষের। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক বলেন, “হাইকোর্ট ডিভিশনের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যতো দ্রুত সম্ভব স্টে-অর্ডারটি ব্যাকেট করা হয় তাহলে হয়তো মামলাটি বিচারের আলো দেখতে পাবে।”

নিরাপরাধ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যার বিচার দেখতে চান রংপুরের মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি