ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দ. কোরিয়ায় করোনায় আক্রান্ত আরও লক্ষাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দ. কোরিয়ায় শুক্রবার বিকেল নাগাদ গত ২৪ ঘণ্টায় আরো লক্ষাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৮১ জনের।

এদিন দেশটির স্বাস্থ্য বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে এক লাখ এক হাজার ১৪০ জন  কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।

যা নিয়ে দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে দুই কোটি ২৮ লাখ দুই হাজার ৯৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪১৩ জনে। মৃত্যু হার ০.১২ শতাংশ।

এর আগের দিনে দ. কোরিয়ায় এক লাখ ১৩ হাজার ৩৭১ জন এবং বুধবার এক লাখ ৩৯ হাজার ১৬৬ জনের আক্রান্ত শনাক্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা কমেছে। 

কোরিয়া ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্সশ এজেন্সি (কেডিসিএ) এসব তথ্য জানায়।

গত সপ্তাহে দ. কোরিয়ায় গড়ে প্রতিদিন এক লাখ ১৪ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দেশটিতে ১০৮ জনের মৃত্যু হয়। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি