ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলো বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১৮:২৭, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৭, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ৮ উইকেটে হেরে ৪-১ এ সিরিজ হারলো বাংলাদেশ নারী দল। কক্সবাজারে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। স্কোর বোর্ডে ৭ রান উঠতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে তারা। কোনো ব্যাটসম্যানই বড় জুটি গড়তে পারেননি। বাংলাদেশের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরিয়েছেন। তাদের মধ্যে শারমিন সুলতানা ১৩ ও নিগার সুলতানা করেছেন ১০ রান। শেষ পর্যন্ত মাত্র ৬৮ রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা নারী দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি