ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লাগাতার ধর্মঘটের ডাক

প্রকাশিত : ১৫:২৫, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৫, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জ্বালানী তেলের দাম কমানোসহ ১২ দফা দাবি আদায় না হওয়ায় ২১ জেলায় লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিষদের নেতারা জানান, গেলো শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে ১২ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় ভোর ৬টা থেকে এ অঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে তারা। দাবি আদায় না হওয়া না পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তারা। ধর্মঘটে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড-ভ্যান ও পিকআপসহ পণ্যবাহী সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি