ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ

দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১১ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে মাহফুজ নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৃতের সংখ্যা বেড়ে দুইজন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ দুপুরে দগ্ধ মাহফুজের মৃত্যু হয়। আর আগে মঙ্গলবার রাতে দগ্ধ মো. মিশাল নামে পোশাককারখানার শ্রমিক মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ ছয়জনের মধ্যে মাহফুজ আশঙ্কাজনক অবস্থায় বার্ণ ইউনিটে ভর্তি ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন। এ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে ফ্ল্যাটে জমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হন পোশাকশ্রমিক মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন। ৬ জন তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি