ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

‘দশ দিনের মধ্যেই হলি আর্টিজান মামলার চার্জশিট’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দশ দিনের মধ্যেই হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্ত এখন একেবারেই শেষ পর্যায়ে। তদন্তে সব বিষয়ই যাতে ঠিকঠাক উঠে আসে সেজন্য চুলচেরা বিশ্লেষণ করেই প্রতিবেদন দেওয়া হবে।

২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলা চালায় জঙ্গিরা। এক পর্যায়ে তারা বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। জঙ্গিদের সাথে গোলাগুলিতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

রাতভর জঙ্গিরা একে একে ইতালি ও জাপানের নাগরিকসহ ২০ জনকে হত্যা করে।

ভোরে শুরু হয় অপারেশন থান্ডার বোল্ট। একে একে বের করে আনা হয় জিম্মিদের। অভিযানে ৫ জঙ্গির সবাই নিহত হয়।

সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানালেন, হলি আর্টিজান ট্রাজেডিতে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদনের কাজ প্রায় শেষ। 

তদন্ত প্রতিবেদনে সুক্ষভাবেই সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জঙ্গি দমনে জনসচেতনতাসহ সব কর্মকা- চলমান রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

 

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি