
দিনাজপুরের হিলির মুহাড়া পাড়া থেকে অপহৃত শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার শিশু আত্বাহী আল রশিদকে অপহরণ করে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। পুলিশ মোবাইলে ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারীর চক্রের মুল হোতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেয়া তথ্যর ভিত্তিতে শিশুটির মৃতদেহ পাশের বাড়ি থেকে উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত ন্সন্দেহে সামিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী অপহরণকারীর বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।