ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দিরাইয়ে দেড় শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে দেড় শতাধিক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সমাজসেবামূলক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের উদ্যোগে এ সার বিতরণ অনুষ্ঠিত হয়।
 
দিরাই থানা পাবলিক গ্রুপের অর্থ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ সর্দারের সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সমাজসেবক ফারুক সর্দার, মাওলানা সুফিয়ান আহমদ, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার। 

এছাড়াও বক্তব্য রাখেন, পাবলিক গ্রুপের হাফেজ লোকমান আহমদ, আমজাদ সর্দার, ইজাজুর রহমান ফাহিম, মো. সায়েম, আকবর হোসাইন রিকসন, লিমন আহমদ, ফাহিম প্রমুখ। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার তুলে দেন অতিথিরা।

কেআই/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি