ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

দেশের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর তাগিদ

প্রকাশিত : ১৮:১৫, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি বলেন, বিদেশের পাশাপাশি দেশের ভেতরও আরো বেশী করে বিনিয়োগের জায়গা সৃষ্টি করতে হবে। সভায় বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। এর আগে সকাল ১০টায় মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চীফ খিন অং মিন্ট সৌজন্য দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এসময় দু’দেশের নিরাপত্তা জোরদারে পরস্পরের ভূমিকা আরো বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি