ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

দেশের গণ্ডি পেরিয়ে তাহসিন মাহিনের ‘ইন ব্লিসফুল হেল’ এখন বুলগেরিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৪, ২৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রামাণ্যচিত্রটি এবার অফিসিয়াল সিলেকশন পেয়েছে বুলগেরিয়ার স্বনামধন্য Golden Femi Film Festival 2025-এ।

চলচ্চিত্রটি আগামী ৭ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত Sofia Balkan Palace-এর “Royal” হলে প্রদর্শিত হবে। 

এছাড়াও উক্ত প্রদর্শনী Golden Femi Film Festival-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে ‘ইন ব্লিসফুল হেল’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ প্রদর্শিত হয়েছে এবং প্রামাণ্যচিত্র পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনেও জায়গা করে নিয়েছে।

একটি অসামান্য মানবিক গল্প, যেখানে দারিদ্র্য, সংগ্রাম ও বিশ্বাসের মাঝে জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা উঠে এসেছে, সেই গল্পই এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি