ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

দেশের বাজারে হুয়াওয়ের কালার ব্যান্ড ও স্মার্ট স্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৫৬, ৭ মার্চ ২০১৮

হাতে পরিধানযোগ্য ডিভাইস ‘কালার ব্যান্ড এ-টু’ এবং শরীরচর্চার ক্ষেত্রে সহযোগি টুল ‘স্মার্ট স্কেল’ বাংলাদেশের বাজারে এনেছে হুয়াওয়ে। সম্প্রতি দেশের বাজারে এই ডিভাইসগুলো উন্মোচন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

দিন দিন তরুণদের কাছে জনপ্রিয় হচ্ছে স্মার্টব্যান্ড। কারণ এর মাধ্যমে ঘড়ির পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়াও স্মার্টফোনের গিয়ার হিসেবেও ব্যবহার করা যায় এই স্মার্টব্যান্ডকে।

কালার ব্যান্ড এ-টু’তে বেশকিছু চমৎকার ফিচার নিয়ে এসেছে হুয়াওয়ে। ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং হাঁটা-চলার দিকে পূর্ণ পর্যবেক্ষণ করবে স্মার্টব্যান্ডটি। ব্যায়াম, ঘুম, হাঁটাচলা ও হৃদস্পন্দনের দিকে নজর রাখা ছাড়াও ব্লুটুথ সংযোগের মাধ্যমে ফোনের নোটিফিকেশনও এর ওএলইডি প্রযুক্তির ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়া অ্যালার্মের সঙ্গে ডিভাইসটি ভাইব্রেট করবে, দীর্ঘসময় বসে থাকলে উঠে কিছুক্ষণ চলাফেরা করার জন্যও এটি মনে করিয়ে দেবে।

ধাতব ফ্রেমে তৈরি ডিভাইসটির সামনের পুরোটা জুড়ে রয়েছে গরিলা গ্লাস। স্মার্টব্যান্ডটির পেছনে রয়েছে হার্ট রেট সেন্সর ও চার্জিং পিন। ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে ব্লুটুথের মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে। পানি ও ধূলোবালিরোধক ডিভাইসটি একবার চার্জ দিলে দীর্ঘ দিন ব্যবহার করা যাবে। সম্পূর্ণ চার্জ হতে ডিভাইসটি সময় নেবে মাত্র এক ঘন্টারও কম সময়।

দেশের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫৯০ টাকা।

পাশাপাশি, চীন ইন্সটিটিউট অব স্পোর্ট সায়েন্স (সিআইএসএস)-এর সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তির হুয়াওয়ে স্মার্ট স্কেল তৈরি করেছে হুয়াওয়ে স্পোর্টস এ্যান্ড হেল্থ ল্যাব।

এতে আছে মোট ৯টি তথ্য। এগুলোর মধ্যে ওজন, শরীরিক স্থুলতা, বিএমআই, মাস্ল মাস, শরীরে পানির পরিমাণ, বোন মাস, প্রোটিন, শরীরের ক্ষতিকর চর্বি এবং বিএমআর পর্যালোচনা করে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে একটি বিশেষায়িত ফলাফল প্রদান করতে সক্ষম হুয়াওয়ে স্মার্ট স্কেল।

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায় হুয়াওয়ে স্মার্ট স্কেলটিকে। সম্পূর্ণ সাদা রং-এর ডিভাইসটিতে আছে টেম্পার্ড গ্লাস। এছাড়াও এতে আছে চমৎকার স্মার্ট অ্যালার্ম ক্লক সুবিধা। সর্বনিম্ন পাঁচ কেজি থেকে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ওজন মাপতে সক্ষম এ স্কেলটির দাম পড়বে তিন হাজার টাকা।

ডিভাইসগুলো সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ডিভাইসের প্রতি মানুষের আগ্রহ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতায় নিয়মিত অত্যাধুনিক ডিভাইস গ্রাহকদের জন্য নিয়ে আসার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। আর এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে কালার ব্যান্ড এ-টু এবং স্মার্ট স্কেলের উদ্ভাবন। আমরা আশা করছি বাংলাদেশের মানুষ স্মার্ট ডিভাইস দুটি পছন্দ করবে।”

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি