ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

দেশের মানচিত্র বদলে যাচ্ছে নদী ভাঙনে

প্রকাশিত : ১৪:১৪, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৪, ৩ আগস্ট ২০১৬

নদী ভাঙনে বদলে যাচ্ছে দেশের মানচিত্র। বেড়ি বাঁধ, গ্রোয়েন, বোল্ডার কিংবা জিও ব্যাগ ফেলে বছরে যে ৩শ’ কোটি টাকা খরচ হয়, তা দীর্ঘস্থায়ী কোন কাজেই আসছে না। বরং, মানুষের দুর্যোগকে পুঁজি করে ধনী হচ্ছে বিশেষ শ্রেণী। ইঁট-বালু কিংবা মাটির বাঁধ বানিয়ে নদীর সর্বনাশা ভাঙন রোধের যে চেষ্টা, তার বেশিরভাগই বিলীন হয় পরবর্তী বছরগুলোতে। বছর বছর ভাঙছে কৃষিজমি-বসতভিঁটা, উধাও হচ্ছে হাটবাজার-গুরুত্বপূর্ণ স্থাপনা। এভাবে গেল ৪০ বছরে প্রায় ২ কোটি মানুষ নদীভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছে। ভূমিহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে গড়ে প্রায় আড়াই লাখ মানুষ শিকার হচ্ছেন ভাঙন দুর্যোগের। ভাঙন ঠেকাতে গত ৩৫ বছরে সরকার খরচ করেছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু, তা কোন কাজে না আসায় ভাসমান মানুষের সংখ্যা বাড়ছে। ভাঙনরোধে গেল ক’বছর ধরে ৩ থেকে সাড়ে ৩শ’ কোটি টাকা খরচ হলেও এটিকে যৎসামান্য বলছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের জবাবদিহিতা না থাকায় বালুর বাঁধের মতোই ঘোলা পানিতে বিলীন হচ্ছে প্রকল্পের টাকাও। নদীভাঙ্গন রোধে টেকসই প্রকল্প হাতে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি