দেশের ৪০ চৌকি আদালতে ৭১টি কম্পিউটার দিয়েছে সুপ্রিম কোর্ট
প্রকাশিত : ১৭:২১, ২ জুলাই ২০২৫

প্রান্তিক ও দুর্গম অঞ্চলের জনগণের দ্রুত বিচারসেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় দেশের ৪০টি চৌকি আদালতে বুধবার (২ জুলাই) মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। বিচার সেবার আধুনিকায়ন ও ডিজিটাল কার্যক্রম গতিশীল করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ।
জানা গেছে, বাংলাদেশের ২৩টি জেলায় বর্তমানে এই ৪০টি চৌকি আদালত পরিচালিত হচ্ছে। এসব আদালত মূলত দুর্গম অঞ্চলে অবস্থিত এবং সেখানকার সাধারণ জনগণকে দেওয়ানি ও ফৌজদারি বিচারসেবা প্রদান করে থাকে। এই আদালতগুলোতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকগণ দায়িত্ব পালন করছেন।
এদিকে বিচার বিভাগের সংস্কার ও প্রযুক্তি সহায়তায় জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপকে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আদালতের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এসব ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে, যা বিচার কার্যক্রমে গতিশীলতা আনবে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াবে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর (১১ আগস্ট ২০২৪) থেকে ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির অন্তর্ভুক্তি ও ডিজিটাল সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাঁর উদ্যোগে এখন পর্যন্ত জেলা ও অধস্তন আদালতসমূহে ৪০০টির বেশি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি, ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে, যাতে তারা যেকোনো স্থান থেকে বিচার-প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
এই উদ্যোগ দেশের বিচারপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত প্রযুক্তিসম্পন্ন বিচারসেবার পথে একটি বড় অগ্রগতি বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
এসএস//
আরও পড়ুন