ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দেড় লাখ মুরগি খেয়েছেন এই ব্যক্তি!

প্রকাশিত : ১৫:২৫, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চিকেন খেতে ভালোবাসেন? চিকেন ছাড়া মন হুহু করে ওঠে? তাহলে জিজ্ঞেস করতেই হয় টানা কতদিন স্রেফ চিকেন খেয়ে থাকতে পারবেন আপনি? এক সপ্তাহ, দুই সপ্তাহ বা খুব বেশি একমাসই ধরা যাক! তাহলে জেনে রাখুন, চিকেন পাগল এই ব্যক্তি ৪৫০ দিন ধরে শুধুই চিকেন খেয়ে চলেছেন, রোজ। একদিনও তার চিকেন প্রেমে বাধা পড়েনি।

এই ব্যক্তি ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে চিকেন খেয়েই চলেছেন। শুধু খেলেই হবে না, মানুষকে দেখাতেও তো হবে! তাই রোজ তার চিকেনের ডিশের ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন তিনি।

কুয়ে পেং নামে এই ব্যক্তির ইন্সটাগ্রামে ১১ হাজারের বেশি মানুষ রয়েছেন যারা তাকে অনুসরণ করেন। নিজেকে ‘জি ফ্যান ফ্যান’ মানে চিকেন রাইস ভক্ত বলেই পরিচয় দেন এই ব্যক্তি।

এখনও পর্যন্ত প্রায় ১ লাখ ৩৭ হাজার চিকেন খেয়েছেন এই ব্যক্তি। সব মিলিয়ে ২ হাজার ডলারের চিকেন পেটস্থ করেছেন তিনি। চিকনের প্রতি তার প্রেম এতই গভীর যে রোজ চিকেন খাওয়ার অভ্যাসের বর্ষপূর্তিতে তিনি একটি বিশেষ চিকেন বার্থডেও উদযাপন করেছেন এবং ছবি পোস্ট করেছেন।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি