ধানের জেলা দিনাজপুরে চা’ এর আবাদ
প্রকাশিত : ১২:৫২, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫২, ২ নভেম্বর ২০১৬
ধানের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে শুরু হয়েছে চা’ এর আবাদ। পতিত জমিতে পরীক্ষামূলকভাবে চা আবাদে সাফল্যের পর এবার শুরু হয়েছে বানিজ্যিক চাষ। এরইমধ্যে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন কৃষকেরা।
বীরগঞ্জের ঝলঝলি গ্রামে পতিত জমিতে চাষ হয়েছে চা। একসময় ঝলঝলি গ্রামের নিচু জমিতে ধান আবাদ হলেও উচুঁ জমিগুলো অনাবাদি অবস্থায় পড়ে থাকত। কিন্তু এখনকার চিত্র ভিন্ন।
উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখে পরীক্ষামূলকভাবে ঝলঝলিতে চায়ের চারা রোপণ করেন নজরুল ইসলাম বাবুল। রোপণের দু’বছর পর পাতা সংগ্রহ করা হয়। কিন্তু একবছরের মাথায় পাতা সংগ্রহ করতে শুরু করেন তিনি।
তার চা বাগানে কর্মসংস্থানও হয়েছে অনেক মানুষের। এলাকার অনেকেই এখন চা বাগান করতে আগ্রহী হয়েছেন।
চা চাষে প্রয়োজনীয় পরামর্শও দেয়া হচ্ছে কৃষকদের। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত, এখান থেকে ভালো চা উৎপাদন সম্ভব বলেও জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষকরা বলছেন, চা-আবাদ ছড়িয়ে দিতে পারলে এই এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
আরও পড়ুন