ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ধুলার নগরী রাজধানী

প্রকাশিত : ১০:৪৮, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৮, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ধুলার নগরীতে পরিণত হয়েছে রাজধানী। উন্নয়ন কাজ, বিভিন্ন সড়কে মেরামত, খননসহ নানা কারণে শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাসে ভাসছে ধুলা-বালি। বিষিয়ে উঠছে পরিবেশ। এলার্জি ও শ্বাসকষ্টসহ রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। দূষণের মাত্রা আশঙ্কাজনক বলে মত বিশেষজ্ঞদের। শীত মৌসুমে প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। আর সেই হাওয়ার সঙ্গে ভাসছে ধুলা ও ক্ষতিকর উপাদান। নির্মাণ ও খনন কাজ, যেখানে সেখানে ইট বালু ও ময়লা ফেলে রাখাসহ বিভিন্ন প্রকল্পের কাজে দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে প্রকৃতিতে বাড়ছে ধুলির পরিমাণ। মগবাজার, মালিবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মীরপুর, গাবতলী, মোহাম্মদপুর, গুলিস্তানসহ রাজধানীর বেশিরভাগ এলাকা ধুলায় আচ্ছাদিত। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। অন্য সময়ের তুলনায় এবার শীত মৌসুমে বাতাসের মান সবচেয়ে খারাপ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাতাসে পিপিএম ৬৫ বা তার নিচে থাকার কথা থাকলেও ঢাকার বাতাসে এর মাত্রা বেড়েছে কয়েকগুণ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্ষতিকর উপাদান ও রোগজীবানু মিশ্রিত ধুলা মানবদেহে প্রবেশ নানা রোগ সৃষ্টি করছে। মারাত্মক এই বায়ু দূষণে জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে সমনি^ত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি