ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নওগাঁয় করোনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ২ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে নওগাঁয় নুরুল ইসলাম নুরু (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত নুরু তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় তিনি বসবাস করতেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ‘ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টাইনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।’

এ নিয়ে জেলায় করোনারাঘাতে দুইজনের মৃত্যু হলো। এর আগে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার করোনা পজেটিভ আসে। আর সবশেষ নুরু। 

এদিকে, সোমবার পর্যন্ত  নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি