ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নখের উপরেই সন্তানের জন্ম!

প্রকাশিত : ১৫:৪২, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নানা অদ্ভূত ম্যানিকিওর আর নেল আর্ট দেখেছেন নিশ্চয়ই, তবে এমনটা দেখেননি হলফ করে বলতে পারি। সন্তানের জন্ম দিচ্ছেন এক নারী, রয়েছে ছোট্ট অ্যাক্রিলিক সদ্যোজাত ও আম্ব্রেলিক্যাল কর্ডও। আর এটাই এবার নেল আর্টের বিষয়। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

রাশিয়ান নেল আর্টিস্ট নেইল সানি ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেন। সেখানে দেখা যায়, জেল দিয়ে তৈরি এক নারী হাসপাতালের পোশাকে সন্তানের জন্ম দিচ্ছেন। একজন তার সন্তানকে বের করে আনছেন, নাড়ি কাটছেন এবং মায়ের কোলে তুলে দিচ্ছেন।

শেয়ার হওয়র পর থেকে ভিডিওটি ইন্সটাগ্রামে ৫ লাখ জন দেখেছেন। টুইটারে এর ভিউয়ার সংখ্যা ২ মিলিয়নের বেশি।

এই অদ্ভূত নেল আর্ট দেখে লোকে মন্তব্যও করেছে অদ্ভূতই, ‘ঠিক যখন মনে হল তুমি সব দেখে ফেলেছো’, ‘এটা দেখে খুব বিরক্ত লাগছে’- লিখেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

নেল সানি আগেও ডিম দিয়ে ম্যানিকিওর এবং কমলালেবু দিয়ে নেল আর্টের ভিডিও শেয়ার করেছিলেন।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি