ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নগরবাসীর মুখোমুখি হলেন সাঈদ খোকন

প্রকাশিত : ২১:১১, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ২১:১১, ৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নগরবাসীর মুখোমুখি হলেন ঢাকা দক্ষিন সিটির মেয়র সাঈদ খোকন। আশ্বাস দিলেন, পানি, গ্যাস, বিদ্যুৎ, যানজট, ড্রেনেজসহ অন্যান্য সমস্যার তাৎক্ষনিক সমাধানের। যদিও আলোচনায় উঠে আসে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতার স্পষ্ট চিত্র। তবে মেয়র বলেছেন, তা দূর করতেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঢাকা দক্ষিন সিটির নাগরিক সমস্যা জানতে আর তার সমাধানের পথ খুঁজতে মাদারটেকের আবদুল আজিজ স্কুল এ্যান্ড কলেজে এই আযোজন। নাগরিকদের মুখোমুখী মেয়র সাঈদ খোকন। উত্তর দিলেন বিভিন্ন প্রশ্নের। এ সময় মেয়র জানান, দক্ষিন সিটিতে প্রতি বর্গ কিলোমিটারে দেড় লাখ মানুষেরা বসবাস। নগরীকে বসবাসযোগ্য রাখতে আরো সচেতন হতে আহবান জানান তিনি। নগরবাসীর মুখোমুখী হয়ে বিভিন্ন সমস্যা সমাধানের কথাও জানান মেয়র। তবে বিভিন্ন সেবা সংস্থার দায় এড়ানোর চেষ্টা ছিল চোখে পড়ার মত। আগামীতে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে সমন্বিত পদক্ষেপের আশা দক্ষিণ সিটির বাসিন্দাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি