ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নতুন মুদ্রানীতিকে বিনিয়োগ সহায়ক

প্রকাশিত : ১২:২১, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২১, ৩০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকে আইনি সীমার মধ্যে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এতে বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আর নতুন মুদ্রানীতিকে বিনিয়োগ সহায়ক মনে করছেন ব্যাংকাররা। রোববার দুপুরে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর ফজলে কবির একে সতর্কতামূলক আখ্যা দেন। তবে, নতুন মুদ্রানীতি নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সব সময়ই নজরদারির মধ্যে থাকে। নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে, নতুন মুদ্রানীতি বিনিয়োগের জন্য সহায়ক হবে বলে মনে করছেন ব্যাংকাররা। বিনিয়োগে গতি ফেরানোর পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি অর্জনে এই মুদ্রানীতি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি