ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নবম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক নেতারা

প্রকাশিত : ১৮:০৭, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৮, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওয়েজ বোর্ড ঘোষণা নিয়ে ঢালবাহানা করছে তথ্যমন্ত্রণালয়। দাবি আদায়ে ৩১ জানুয়ারীর মধ্যে বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার  ঘোষণাও দেন তারা। প্রত্যাশিত নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ। এতে যোগ দেন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এসময় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে দাবি আদায়ে রাস্তায় নামার হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।  আর নবম ওয়েজ বোর্ড ঘোষণার বিষয়ে কালক্ষেপন সহ্য করা হবেনা উল্লেখ করে তথ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। মালিকপক্ষের সঙ্গে সাংবাদিকদের কোন দ্বন্দ্ব নেই জানিয়ে গণমাধ্যমকর্মীদের যৗক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদ মাধ্যমকেও ওয়েজ বোর্ডের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। । পরে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি